Sunday, December 14, 2014

RISHI026@GMAIL.COM

সত্য বোলো না
............. ঋষি

সত্য বোলো না ,সত্য বলতে নেই
সত্যর টুটি চেপে আকাশে মুখ নিশ্বাস।
মিথ্যের মুখোশে অভিনীত কল্পকের নায়কনায়িকা
দারুন অভিনয় সার্কাসের মঞ্চে।
সবটা সাজানো ,গোছানো অদ্ভূত প্রহসন
নামটা সকলের জানা ,জীবন।

মিথ্যা জাহাজের খালাসিরা ,জাহাজ খালি করে অবাঞ্চিত পন্যে
কাপড়ে ঢাকা নগ্নতা মিথ্যে অহংকার করে জোর গলায়।
সত্যিটা সবাই জানি
কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে।
কর্কশ সত্য লুটোপুটি জীবনযাত্রার সর্বত্র
রাজনীতি থেকে মনুষত্বের পর্যায় পরিযায়ী দাতব্য কেন্দ্রে।
রক্ত ঝরছে দাদা ,অফুরান শরীরে মনুষত্বের রক্ত
সময়ের দীর্ঘশ্বাস ,মৃত মানুষের গোলকে
মিথ্যার বিজয় পতাকা।

সত্য বোলো না ,সত্য বলতে নেই
সদ্য জন্মানো শিশু মিথ্যা সত্যের নতুন আগন্তুক।
সদ্য প্রস্ফুটিত জনতার ক্ষোভ গিলোটিনে রাখা সত্যের মাথা
সত্য শুধু অভিধানিক হয়ে থাকুক।
না হলে বাঁচবে না দৈনন্দিন বেঁচে থাকা
তবুও সত্য সবাই জানে বাঁধা যায় না। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...