Tuesday, December 30, 2014

rishi026@gmail.com

ধা ধি না। না তি না
........ ঋষি
=======================================
যেটুকু বিষ দিলে মৃত্যুর রং লাল
যে টুকু বিষ  হলে সময়ের রং মৃত্যু।
ধা ধি না। না তি না  মৃত্যুর ঈশ্বর
না তি না। ধা ধি না বাঁচার স্বয়ংবর।
ঠিক ততটুকু রেখো
বাকিটুকু মুছে ফেলে ,নিজে সুখে থেকো।

আবারও নৃত্যরত সাংবাদিকের বৈঠক
বৈঠকে স্থির প্রতিভা অস্থির ভবিষ্যতের নামান্তর।
আর অন্তরে "তুমি" নাম্নী কোনো প্রভাতি পত্রিকার কলামে
কোনো বৈঠকি নৃত্য।
নেশার পেগ ,লাল চোখ ,উন্নত স্তন ,কম্পিত নিতম্ব দগ্ধ
সবটুকু নেশা ,সবটুকু ভালোলাগা।
ভালোবাসা কি আকাশের চাঁদ ,আকাশেই মানায়
ভালোবাসা নগ্ন কবিতা বাজারে বিক্রী হয়।
কোথায় ভালোবাসা।কোথায়
একমুঠো বালুরাশি শুধু হাত গলে যায়।

যেটুকু বিষ  দিলে মৃত্যুর রং লাল
সে টুকু তুমি সরিয়ে রেখো আমার শরীরে
ধা ধি না। না তি না নৃত্য জীবন
না তি না। ধা ধি না রোশনাই ঈশ্বর
তুমি ভালো থেকে
যতটুকু ভালোথাকা অবেলার নামে

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...