Thursday, December 25, 2014

RISHI026@GMAIL.COM

যা রে উড়ে পাখি 
........... ঋষি

নিজেকে আয়নায় দেখি নি কখনো 
যখনি দেখি এক কঙ্কাল। 
নিজস্বতা মাটি খুঁড়ে তেড়েফুঁড়ে আসা সময়ের চাবি 
হৃদয়ে কখনো লাগিয়ে দেখি নি। 
বিষাক্ত কার্বনের ছোবল মাটির তলায় 
অন্তিম কফিন আমার। 

যা রে উড়ে পাখি, ঘরেতে 
কিন্তু যে পাখি উড়তে জানে খাঁচায় বন্দী। 
তাকে তুমি আকাশ দেবে বলে দোকান থেকে কিনছো জীবন 
পাখি উড়তে শেখে নি ,ভুলে গেছে মুক্তির আকাশ,
চারিদিকে শুধু জীবন্ত লাশ। 
মনের ঘরে ,স্মৃত্মির ঘরে ,আজ আর আগামী সময়ের ঘরে 
ফাঁকা ফুটপাথে অপার্থিব জীবনের নকশায় ,
ইচ্ছাহীন ভালোথাকার নমুনা। 

আয়নায় দাঁড়ানো আমার আমিতে 
আমি শুধু লুকোনো জীবাশ্ম মাটির তলায়। 
হারিয়ে যাওয়া জন্মের অঙ্কুরের নতুন  আশা
সবুজ জীবন ,নীল আকাশ ,একমুঠো মুক্তি। 
দুহাত তুলে এগিয়ে যাওয়া অন্তিম মুক্তির লাল আকাশে 
কিন্তু পাখি আকাশে উড়তে ভুলে গেছে। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...