Sunday, December 7, 2014

RISHI026@GMAIL.COM

তোমার গভীরতায়
............ ঋষি
তোমার  শাড়ির ভাঁজে শরীরের ভাঁজগুলো
দেখাবার আগে জানলার কাঁচে ঠোঁট রেখো।
নিজেকে নগ্ন করে দহনের মাত্রায়
সূর্যকে সাক্ষী রেখো।
ফেলে আসা রৌদ্রের সাথে লুটোপুটি
আমাকে নগ্ন করো না।

লুকিয়ে রেখো সময়ের গায়ে লজ্জা আগুন
ভিজে যাও ,ভিজে যাও।
শব্দহীন ,পলকহীন অনন্ত স্পন্দনে
বুকের সাথে মিশে গিয়ে।
নিজেকে তুমি লুকিয়ে রেখো
অনন্ত কামহীন কোনো মায়া শরীরে।

তোমাকে মুক্ত করে দেখি নি আমি
আমার স্পর্শ মাত্রার শেষ শারীরিক আস্ফালনে।
তোমাকে জড়িয়ে ধরি নি পারদের ঘামে
শুধু ঠোঁটের সাথে ঠোঁট মিটিয়ে।
তৃষ্ণার মত জীবন নিকোটিনে
নিজেকে পুড়িয়েছি  তোমার গভীরতায়।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...