Wednesday, December 10, 2014

RISHI026@GMAIL.COM

ভালো থাকা
.........ঋষি

শিকড়গুলো পুড়িয়ে ফেলায় ভালো
অস্থির জীবনে সময়ের পায়চারি।
জীবন থেকে নিজে সরিয়ে রাখা ভালো
জীবনের অন্ধকার আলোর উত্সমুখ।
জীবনকে আলোতে সরিয়ে আনা ভালো
জীবন যে একম এবং অদ্বিতীয়।

সময়ের  ভিড়ে অস্থির হাতছানি স্মৃতিলেখা
অগাথাক্রিস্তির ভুতের থেকে মারাত্নক।
জীবনের জ্বলন্ত শ্মশানে মেরুদন্ডহীন লোভের থেকে
একলা একটা জীবন বেঁচে থাকা ভালো।
কারণ জীবন যে একম এবং অদ্বিতীয়
কারণ জীবন যে বেঁচে থাকার নাম নয়।
আসলে জীবন মানে ভালো থাকা
ভালো থেকে শান্তির চাদরে জড়িয়ে থাকা।

 সময়ের পতাকা নিয়ে শান্তির ভিত্তি স্থাপনে
মৃত আত্মার শান্তির থেকে জীবিত থাকা ভালো।
কান্নার অনুরননে হৃদয়ের চিত্কারে বিষাক্ত বিষ
নিজেকে নীলকন্ঠ করা ভালো।
ভালো বেঁচে থাকার আকাঙ্খায়
ফেলে আশা শিকড়গুলো পুড়িয়ে ফেলায়। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...