Friday, December 5, 2014

rishi026@gmail.com

সত্যি অকবিতা
..............ঋষি

নিজেকে গুছিয়ে রেখে
কয়েকশো কবিতাকে পুড়িয়ে লাভ কি।
যদি কবিতার মুক্তি না স্পর্শ করে
তবে জীবনের কবিতা লিখে লাভ কি।

বিকেলে কফি কাপে ঠোঁট রেখে
মুখোমুখি আমি আর জীবন ঠোঁট পোড়া নিকোটিনে।
কয়েক মুহুর্তের প্রশ্ন কবিতা কাকে বলে
কবিতা কেন আসে।
মস্তিষ্কের কেলায়ডাস্কোপ  আস্তরণ
কবিতা মৃত্তাকার নাম তৃণসম।
কবিতা প্রেমিকার না হৃদয়সম
কবিতা জীবিকার না আলোকসম।
সর্বশেষে কবিতা আলোড়নের নাম প্রতিবাদসম
এক অধিকার কবিতা মুক্তির নাম।

বোঝে কজন বোঝে
স্বার্থ নিয়ে কবিতার পৃথিবীতে আগুন।
কবিতার চিতা জ্বলতে থাকে মিথ্যা আক্রোশে
তবে কবিতা লিখে লাভ কি।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...