Wednesday, December 3, 2014

RISHI026@GMAIL.COM

আবারও ফিরে দেখা
.............. ঋষি
অসীমকে ছোঁয়ার ইচ্ছায় কুন্ডলীপাকানো ধোঁয়ায়
হাতড়ে বেড়ায়।
সিগারেটের প্রতি টানে বুকে পুড়ে যায়
পুড়ে যায় সময় স্মৃতির কোলাহলে
ঘড়ির পেন্ডুলামে।

জ্বলন্ত রকে বসা কুন্ডলী ধোঁয়া হৃদয়ের
রোজ বাতাসে মিলেয়ে যায়।
পুরনো প্রেমের খাতার প্রেমিকার ঠোঁট
হাতছানি দেয়।
খোঁজে ফেরে সময়ের পথে মেঘলা বেলা
আসলে হৃদয় একলা দাঁড়ায় ,একা ফুটপাথ।
বাড়ানো হাত সময়ের কোলে
একটু ঘুম ,রুমঝুম স্বপ্নের আগুনে
আবারও ফিরে দেখা।

অসীমকে ছোঁয়ার ইচ্ছায়  কুন্ডলীপাকানো ধোঁয়ায়
ঘুরতে থাকি।
বুকের প্রতি কোটরে স্মৃতির অন্তর্বাসে
সাজানো সভ্যতায় নগ্ন ধোঁয়াসা
ঘড়ির প্রগতিতে।

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...