Thursday, December 18, 2014

RISHI026@GMAIL.COM

আমার তোর
.......... ঋষি

শীতের চাদরে জড়িয়ে ধরা স্নেহ
দুচার্মুহুর্তের আমার তোর।
বদলায় ফুটপাথে শুকনো রঙের বাতাস
হলুদ ঘাসেতে লেখা পাথরের নাম।
জীবন এখানে জাগ্রত পরশ প্রেম
ভাঙ্গা তলোয়ার আর দৈনন্দিন ঘাম।

সময়ের তাকে সাজানো শব্দের মত
স্মৃতির দেওয়ালে পাথুরে লেখা  নাম.
থুথু দিয়ে যদি জীবন জুড়তে পারো
স্মৃতির মিছিলে মৃত্যুর কেন নাম।

আমরা শুধু বাঁচতে যে চাই সুখে
সুখের পরশে যন্ত্রণা স্পর্শের মত।
বদলানো সুখ ,মনের অসুখ হলে
স্পর্শগুলো আবোলতাবোল যত।

শীতের চাদরে জড়িয়ে ধরা স্নেহ
দুচার্মুহুর্তের আমার তোর।
বদলানো সব প্রকৃত জীবন ঘোরে
নিজেকে সাজানো দুসাধ্য।
জীবন এখানে জাগ্রত পরশ একা
বদলানো সময় চলন্ত যন্ত্রণার চাকা। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...