Wednesday, December 17, 2014

RISHI026@GMAIL.COM

স্পর্শ করো আমায়
...........ঋষি

একটু  স্পর্শ করো আমায়
আমি রৌদ্রে পুড়ে হেঁটে চলে যাবো
জীবন চোখের পাতায়।

একটু স্পর্শ করো আমায়
আমি বৃষ্টিতে ভিজে আদুরে মেঘে
যে কোনো দূরত্বে তোমায় পাবো জীবন।

জীবন যেখানে বাড়তে থাকে যন্ত্রণা
আর প্রতি রক্তক্ষরণের মুহুর্তে তোমার আলিঙ্গন।
এক একটা মুহুর্তের পথচলায় রঙিন সাজানো পৃথিবী
হাতছানি দেয় ,আরো একলা করে যায়।
সময়ের পারাপারে অজস্র খনিজ উপাখ্যান
জমতে থাকে বদলায় প্রাচীনত্বে সময়ের ফসিল।
তখন তুমি একবার প্লিস আমায় স্পর্শ করো
আমি জীবন খুঁজে পাবো।


একটু  স্পর্শ করো আমায়
আমার দৈনন্দিন জীবিত ভূমিকায় জীবন
আমি লিখে দেব বেঁচে থাকার নাম।

একটু স্পর্শ করো আমায়
পথচলতি প্রতিটা হৃদয়ে আমি মুছে দেব বেদনা
জাগানো সভ্যতায় লিখবো তোমার স্পর্শের নাম।

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...