Sunday, December 14, 2014

RISHI026@GMAIL.COM


দিলবালে দুলহনিয়া লে জায়েঙ্গে
.............. ঋষি
======================================
তুই চিনলি না আমায় ,জানলি না
আমার শহরের পর্দায় দিলবালে দুলহনিয়া লে জায়েঙ্গে
নির্বিকার পুরনো একটা প্লের রোমন্থন  ।
নির্বিকারে হয়ে যাওয়া অঘটন শহরের রাস্তায়
উড়ে যাওয়া সালোয়ারের ওড়নার ফাঁকে প্রেম ।
উড়ে যায় গভীর অর্থে আরো গভীরতায়
সস্তার প্লে দিলবালে দুলহনিয়া লে জায়েঙ্গে।

বাইকের  চাকারা সব পবিত্র রথের চাকা শহরের বুকে
 কপোতকপোতির নিরাশ্রয় গা শোকাশুকি কুকুরের লজ্জা।
অদ্ভুত ভাদ্রের প্রয়োজন নেই ভালবাসাবাসিতে
শুধু প্রয়োজন স্বার্থ কোনো স্বার্থপর গভীর চাহিদার।
এই তো চলছে আমার শহর
ভালোবাসার নামাবলী গায়ে প্রেমের নিমন্ত্রণ শরীর।
ভালোবাসার আসামী দাঁড়িয়ে সত্যি ফুটপাথে বেশ্যার মতন ,
ভালোবাসা বিকোয় হোটেলের বিছানায় গভীরে
আরো গভীরে মুখ থুবরে পরে অশ্লীল ভালোবাসা।

তুই চিনলি না আমায় ,জানলি না
আমার শহরের পর্দায় প্রথম চুমু নায়ক নায়িকার।
অধীর হাততালি অধিষ্ঠিত ভালোবাসার দেবতা
ভালোবেসে শরীর মিশে যায় হায়,
অথচ শরীরে ভালবাসা যায় না।
আরো অদ্ভূত আমার শহর ভালোবেসে যায়
অথচ এভাবে ভালোবাসা যায় না। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...