Sunday, December 7, 2014

RISHI026@GMAIL.COM

বেশ্যা বৃত্তি
.............. ঋষি

আমার শহর জুড়ে আজ বিদ্রোহ
ফাঁকা উত্তপ্ত জ্বলন কয়লা  মানুষের হৃদয়ে।
কারফিউ এর  দরজায় দাঁড়িয়ে রোজকার রুজিরুটি
লাইনে কেরোসিন ,বেড়ার ঘরে।
শরীর শুয়ে,হয়তো জড়িয়ে
লাগাতার কোনো না জানা ব্যাধি ,একলা শহর.

ফাঁকা ফুটপাথ ,শুকনো আগুনের ওম চোখেমুখে
কুকুরছানার মায়ের দুধের দাঁত।
মানুষের চোখে শুধু নগ্ন নখ ,দাঁত
হাসছে শহর পাগলের মত নগ্ন সময়ে।
একলা দাঁড়িয়ে অজানা আতঙ্কে বুক কাঁপছে
শহরী বেশ্যার শরীরে মায়ের স্নেহ
রক্তের টান ,আমার শহর।
আজ হাঁপাচ্ছে ,কাঁদছে ,ফোঁপাচ্ছে
প্লিস আমাকে একটু শান্তি দেও।

শান্তির মানে
দৈববাণী আকাশ ছিঁড়ে বিদ্যুতের স্তম্ভে মৃত্যু শুয়ে।
শুনতে পাচ্ছো যোগ্যতা খিদের মানে
শুনতে পাচ্ছো শরীর দৈনতার মানে।
শুনতে পাচ্ছো অস্তিত্ব অশিক্ষার মানে
সাজানো শহরে আমার শহরের বেশ্যা বৃত্তি।   

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...