Tuesday, December 9, 2014

rishi026@gmail.com

আগামীর ধারক
................. ঋষি

দুচোখে স্বপ্ন নিয়ে
বিকৃত পৃথিবীর লাল পিচ্ছিল মাটিতে তারা আসছে।
যারা আসছে তারা জানে না
বায়ুর পরিবাহী জিনে দুষিত আতঙ্ক।
তারা জানে না
পৃথিবীর প্রতি আবর্তনে বাড়ছে পৃথিবীর পাপ।

আমরা হাসছি তারা আসছে আমাদের কোলে
আমাদের সন্তান।
কেমন পৃথিবী দেবো পৃথিবীর প্রথম আলোয় সন্তানকে
কেমন জীবন দেবো  দৈনন্দিন বেঁচে থাকায়।
অলিতে গলিতে বাড়তে থাকা কিলকিলে পিঁপড়ে
পায়ের তলায় পিষে যাচ্ছে রোজ জীবিত জীবন।
বাড়তে থাকে দ্রব্যমূল্যের স্বয়ংবরে
মানুষের অনুভূতিগুলো শুধু খিদে
এই বেঁচে থাকা ,আর আগামী লোভি মৃত্যুর চোখ
মনুষত্বের চামড়ার নকশায়।

দুচোখে স্বপ্ন আঁকা সন্তানদের চোখে
বিকৃত পৃথিবীর দংশনে,দু হাত বাড়ানো সবুজের দিকে।
তাদেরকে  একটু বাঁচতে দেও
একটা পৃথিবীর সাদা নির্মল পাতায় আরেকটু নিশ্বাস
তাদেরকে নিজের মত  বাড়তে দাও,
আজকের সন্তান কালকের আগামী পৃথিবীর ধারক। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...