Saturday, December 20, 2014

RISHI026@GMAIL.COM

রেসকোর্স
......... ঋষি
=======================================
অদ্ভূত কিছু প্রশ্ন উত্তর
সরতে থাকা স্পন্দনগুলো ঘোরসওয়ার রেসকোর্সের মাঠের।
মাথার ভিতর গড়িয়ে আসা ট্রাম
ভয়ঙ্কর শব্দে আছড়ে পরে হৃদয় সময়ের গায়ে।
হৃদয় বারান্দায় স্বপ্নাবেগ
দৌড়চ্ছে  ঘোড়া খুব জোরে হিসেবের পারাপারে,
হৃদয় যে জিততে চাই।

জিতছে চাই সময় ,জিততে চাই বেঁচে থাকায়
সোনালী রৌদ্রে মোড়া শীতের সকালে।
কুয়াসার ফাঁকে,সবুজের ফাঁকে কথায় যেন লাল রং
সবটাই ফাঁকি।
দৌড় ,আরো জোর ,আরো জোর
সরতে থাকা অস্তিত্ব সরে নীহারিকা বেগে।
হৃদয় আছড়ে পরে ভয়ংকর শব্দে বজ্রপাত
আকাশ ভেঙ্গে পরে মাথার ভিতর।

অদ্ভূত কিছু প্রশ্নের উত্তর
অজানা সারি দেওয়া দেওয়ালগুলো একের পর এক।
ঘোড়া লাফায় ,ভাঙ্গতে থাকে পাঁচিল
একের পর এক ,সাপ লুডোর খেলায় প্রতিদানে।
হৃদয় নামতে থাকে নিচে
আরো নিচে কোথাও,
যেখান থেকে বেঁচে ফেরা যায় না। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...