Saturday, October 10, 2015

মনখারাপ

মনখারাপ
................. ঋষি
=========================================

আজ সকালের ঘুম ভেঙ্গে মনে হলো
মন খারাপ।
তোর আমার একসাথে
কুয়াসা ঢাকা শহরের পথে অজস্র মর্নিং ওয়াকে।
ছুঁয়ে আছে সবুজ  পার্ক
তবু কেন জানি সবুজ পাতায় আজ মনখারাপ।

শহর ছুঁয়ে ভাবনারা তোর গভীরে
অন্য শহর।
প্রতিদিনকার  অফিস পারে সোরগোল আজ কেমন যেন ক্লান্ত
পথের উপর ঝুলন্ত বাসের চোখে রাত জাগা ছোপ।
ছোপ ছোপ শরতের মেঘে কেমন অন্যমনস্ক ভাব
মন খারাপ তোর।
মন খারাপ আমার
গড়িয়ে নামা শরীরের ঘামে নোনা স্বাদ।
চেনা বিশ্বাস
কাঁদছিস তুই ,কেন কাঁদছিস তুই
মনখারাপ।

আজ  রোজকার চায়ের আড্ডায় কেমন ছুঁয়ে আছে স্তব্ধতা
নিস্তব্ধ শুকনো পাতা গুলো রাস্তার ধুলো চুমু খায়।
চুমু খাই আমি তোর গড়িয়ে নামা চোখে
চুমু খাই আমি তোর গভীর হৃদয় লোকে।
একটু সবুজ হয়ে ওঠ
মনখারাপের বাইরেও আমরা আছি। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...