তুমুল ঝগড়া
................ ঋষি
============================================
যে ঝগড়াটা করবো ভাবছি
সেটা রবি বাবু করে গেছেন বহু বছর আগে
যে পথে পথিক হাঁটে
সে পথ তৈরী পথিকের জন্মের আগে
আর জন্ম
সে তো সদ্য জাত জানতে চাওয়া পৃথিবীর পথে
নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে
তারি ,,,,,, মধু কেন মনমধুপে খাওয়াও না?
ঝগড়া করছি ,করছি মারামারি
ক্রমশ ক্লোস্ট ফায়ারে এগিয়ে আসা মৃত্যুকে দেখতে পাচ্ছি
হৃদয়ের ভিতরে বারুদের গন্ধ
আবার বিস্ফোরণ
টুকরো টুকরো হৃদয় ছড়িয়ে ,ছিটিয়ে সর্বত্র
সখী, ভাবনা কাহারে বলে। সখী, যাতনা কাহারে বলে ।
তোমরা যে বলো দিবস-রজনী 'ভালোবাসা' 'ভালোবাসা'
—. সখী, ভালোবাসা কারে কয়!
যে ঝগড়াটা করবো ভাবছি
সেটা রবি বাবু করে গেছেন বহু বছর আগে।
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে
পথিক পথ খোঁজে তৃষ্ণার্ত হৃদয়ে।
অদ্ভূত এই ঝগড়া সময়ের সাথে
পথ সে যে সমকালীন বিপর্যয় হৃদয়ের পথে।
Friday, October 30, 2015
Subscribe to:
Post Comments (Atom)
বাড়ি
হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ আমাদের আরও কাছে আনে , ...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
No comments:
Post a Comment