Friday, October 30, 2015

তুমুল ঝগড়া

তুমুল ঝগড়া ................ ঋষি ============================================ যে ঝগড়াটা করবো ভাবছি সেটা রবি বাবু করে গেছেন বহু বছর আগে যে পথে পথিক হাঁটে সে পথ তৈরী পথিকের জন্মের আগে আর জন্ম সে তো সদ্য জাত জানতে চাওয়া পৃথিবীর পথে নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে তারি ,,,,,, মধু কেন মনমধুপে খাওয়াও না? ঝগড়া করছি ,করছি মারামারি ক্রমশ ক্লোস্ট ফায়ারে এগিয়ে আসা মৃত্যুকে দেখতে পাচ্ছি হৃদয়ের ভিতরে বারুদের গন্ধ আবার বিস্ফোরণ টুকরো টুকরো হৃদয় ছড়িয়ে ,ছিটিয়ে সর্বত্র সখী, ভাবনা কাহারে বলে। সখী, যাতনা কাহারে বলে । তোমরা যে বলো দিবস-রজনী 'ভালোবাসা' 'ভালোবাসা' —. সখী, ভালোবাসা কারে কয়! যে ঝগড়াটা করবো ভাবছি সেটা রবি বাবু করে গেছেন বহু বছর আগে। গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে পথিক পথ খোঁজে তৃষ্ণার্ত হৃদয়ে। অদ্ভূত এই ঝগড়া সময়ের সাথে পথ সে যে সমকালীন বিপর্যয় হৃদয়ের পথে।

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...