আজকাল কবিতারা
................... ঋষি
=============================================
আজকাল বোধ হয় কবিতারা ভাবনায় থাকে
চৌরঙ্গী ফ্রেমে সুন্দর লাগে দূর থেকে টাঙানো দেখতে।
তাদের বাস্তবে আসতে নেই ,তাদের হৃদয়ে আসতে নেই
শুধু পুড়তে হয় রৌদ্রে পরে থাকা বাসি লাশের মতন।
চারিদিকে ভনভনে মাছি
আসলে আজকাল বাজারে কবিতার বিক্রি নেই।
আসলে কি জানিস
আজকাল সত্যি স্পর্শ বলতে নেই।
সিঁদুরে মেঘে পুড়ে যাওয়া স্বপ্নদের কিছুতেই
আজকাল মুক্ত করতে নেই।
লুকিয়ে থাকতে হয় চারদেওয়ালে মাংসের খামে আগত আগামী
না কিছুতেই না
সেই খামে স্বপ্ন ভরতে নেই।
সত্যি বলতে নেই
বলতে নেই ভালোবাসি ,তোকে পেতে চাই।
বলতে নেই হাত ধর এই হাজারো মানুষের ভিড়ে
তোকে একলা দেখতে চাই।
আজকাল বোধ হয় কবিতারা ভাবনায় থাকে
আর হৃদয় থাকে কনক্রিট শহরের ইট ,কাঠ ,পাথরে।
এখানে বৃষ্টি হয় ,শহর ভাসে ,এক হাঁটু জল
কারো তৃষ্ণা নেই।
তৃষ্ণা শুধু বেঁচে থাকা ,তৃষ্ণা আয়নায় মুখ দেখা
লুকিয়ে কাঁদা অন্ধকার ভিজে বালিশ।
Friday, October 9, 2015
Subscribe to:
Post Comments (Atom)
বাড়ি
হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ আমাদের আরও কাছে আনে , ...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
No comments:
Post a Comment