Sunday, October 18, 2015

একটা গাছ


একটা গাছ
..............ঋষি
===============================================
কোথাও একটা গাছ দেখেছিলাম
বিশাল ছড়ানো শাখা প্রশাখা আর কত জীবন।
কত জীবন জড়িয়ে ,ছড়িয়ে ছিটিয়ে
আকাশের পাখি ,পাখির বাসা ,বাসায় জীবন।
সুখী অভ্যস্ত গৃহকোণ
আমি ও সুখী সেই গাছ দেখে।

গাছ দেখলাম ,দেখলাম তার শিকড়টাকে
ঢুকে গেছে বুকের ভিতর।
খুব গভীরে ,আরো গভীরে যেখান একটু তৃষ্ণা পাওয়া যায়
অবাক হলাম
গাছ সেও বাঁচতে চাই মানুষের মতন।
ইচ্ছা ছিল আমি দেখতে থাকি সেই গাছটাকে প্রতি ঋতুতে
ইচ্ছা ছিল একবার অন্তত স্বপ্ন দেখি গাছের।
অন্ধকার জ্যোত্স্নায়
আকাশ  থেকে পাখিরা ফিরে আসে।
আর আমি
আকাশ দেখি এখন আর গাছ না।

কোথাও একটা গাছ দেখেছিলাম
তার বাকলগুলো সাজানো কোনো দরগার মতন পূজনীয়।
কিন্তু ঠিক পুজো তাকে করা যায় না
গাছের সর্বত্র ছড়ানো টুকরো টুকরো ব্যাথা পোড়া দাগ মানুষের মতন।
তাকে ভালো লাগে ভাবতে বুকের ভিতর
কিন্তু তাকে ঈশ্বর ভাবা যায় না।

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...