Tuesday, October 6, 2015

ভালো আছি তবে

ভালো আছি তবে
............ ঋষি
=============================================
কঠিন পাটিগণিত
সিঁড়ি ভাঙ্গা অঙ্কের মতন ধাপে ধাপে মিলতে থাকা অপহরণ।
তারপর প্রকাশ্যে চুমু
জীবনের দরবারে বারংবার বাজতে থাকা জলতরঙ্গে।
নতুন সুর
ভালো আছি ,বেঁচে আছি।

কিছু ভাবতে চাই না
চোখ খুলে দেখতে চাই না পাথরের আড়ালে বানানো চারদেওয়াল।
নিয়ম কানুন সর্বত্র আঁটা পোশাকি মুখোশ
কিছু এসে যায় না।
ছিঁড়ে ফেলবো এক টানে লজ্জার ঘোমটা
ছিঁড়ে ফেলব এক টানে শরীরের মাংসপিন্ড।
টুকরো টুকরো করে জমিয়ে রাখব ধ্বংসস্থুপ অসময়ের পাহাড়
সমাজের মুখগুলোতে ছায়ের আগুন।
আমার ঠোঁটে রক্ত
জমতে থাকা সীমানায় লাল স্পর্শ
ভেজা ভাব ,,,নোনা কিছুটা।

কঠিন পাটিগণিত
বাধ্য ছাত্রের মতন নিজের সাদা পাতায় আঁকিবুকি।
অসংখ্য প্রহসন
জীবনের নির্যাস টুকু পান করা মহাকালের মতন মৃতপ্রায় সমাজ।
উঠে দাঁড়াবো ,ঘুরে দেখবো
সময়ের মুখ ভালো আছি ,,,আরো ভালো থাকতে চাই।  

No comments:

Post a Comment

নষ্ট সংসার

একড়া জীবন বোধের উপর দুদন্ড দাঁড়াই অদ্ভুত প্রত্যাশা,চুপ করে থাকি সম্পর্কের মিথ্যা লেখা বইগুলোর উপর সহজপাঠ অ, আ,ই,ঈ বর্ণগুলো সব ছটফট করে, কবিত...