Saturday, October 17, 2015

সবুজ জঙ্গল

সবুজ জঙ্গল
................... ঋষি
===============================================
তার বুকে আছে একটা সবুজ জঙ্গল
অসংখ্য ক্লোরফর্মীয় নিঃশ্বাসে বেঁচে থাকার গন্ধ  ,
ঝিঁঝির ডাক।
অদ্ভুর স্বভাব যেন কোনো ইমেইলে লেখা প্রেম শব্দ
নিশব্দে চুপটি করে বসে
বুকের মাঝে।

যখন সারা শহর বন্ধ
হরতাল শহরের পার্টি পতাকার চিত্কারে।
তখন ক্লান্ত ঝাঁপ-ফেলা দোকানগুলো রবিবার হয়ে যায়
তখন ক্লান্ত বিছানার চাদরে কেউ হয়তো আঁকড়ে থাকে জঙ্গল।
সেই ফেলে  আসা শৈশব জুড়ে কাগজের উড়োজাহাজ
সাই সাই উড়ে যায়।
কেমন একটা অন্য  পৃথিবীতে টারজান চিত্কার করে নিজের মতন
নিজস্ব কামনায় লাফালাফি ,ঝাঁপাঝাঁপি সময়ের গাছে।
ঝরনায় ভেজায় নিজেকে পবিত্র বলে
ঘুম ভেঙ্গে যায় আয়নার
তবু কেন জানি তোমার বুকে জঙ্গল।

তার বুকে আছে একটা সবুজ জঙ্গল
পর্ণমোচী বৃক্ষের মতন পা ডুবিয়ে জলে খুব শীতলতা,
নিশব্দ ঘুমে।
অদ্ভূত স্বভাব আমার পাঠানো ইমেইলের পাতায় পাতায়
তুমি একইরকম আছ ,
বদলায় নি জঙ্গল তোমার বুকের ভিতর।

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...