Tuesday, October 13, 2015

রৌদ্র দিন

রৌদ্র দিন
.................... ঋষি
=============================================
যাকে মৃত্যু বলে দেখেছি
মাঝরাতে ঘুম ভাঙ্গা চোখে যাকে আঁকড়ে জড়িয়ে রেখেছি।
তাকে হার্দিক অভিনন্দন
তার হাসিতে আজকাল এক রণহুন্কার
মাটির অবয়বে জীবন্ত শরত।

আকাশ জোড়া কাশফুলের মাঝে পেঁজা পেঁজা মেঘ
ছোটো ছোটো সৃষ্টি নিজের মাঝে।
আকাশের গায়ে পেস্টল কালারে সাতরঙ্গা ছবি
আহত  মৃত্যুকে আমন্ত্রণ।
শরতের প্রথম মেঘে ঢাকা দিনে
আকাশ জোড়া গভীর চোখ।
একবার হাঁটবি আকাশের নীলে খালি পায়ে
ফুটপাথে এক কাপ চায়ে ,
নিজের আকাশে।

যাকে মৃত্যু বলে দেখেছি
যাকে দিয়েছি যুদ্ধ সাজ নিজস্ব কল্পনায় বল্লমের শীর্ষে।
তাকে সহজিয়া এই ক্ষুদ্র উপহার
এক আকাশ নীল,,কিছু ক্ষুদ্র মেঘ ,,কিছুটা মুক্তি
শরতের  সাজে একটা রৌদ্র দিনে। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...