Thursday, October 8, 2015

গানে গানে

গানে গানে
.................. ঋষি
============================================
আটকে থাকার রোগরে
বিচুটি পাতার মতন কিছু একটা আছে।
সম্পর্কের ফাঁকে
তোকে না দেখলে কেমন একটা হুহু আমার আকাশে বাতাসে।
অনেকটা সেই বাউলের সুর
তোরে  ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না।

খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো  না
তোকে হৃদ মাঝারে রাখবো।
হাসি পাচ্ছে জানি চারদেওয়ালের ঘরে
কেমন একটা অদ্ভূত চুলকানি।
কেমন একটা ঘোর ঘোর ভাব ,তরল নেশা
ভালোবাসা।
অনেকটা সেই রবি ঠাকুরের গান
ফাগুন হাওয়ায় হাওয়ায় ,,করেছি যে দান
এ মন হাওয়ায় হাওয়ায় ,,,করেছি যে দান।

আটকে থাকার রোগরে
হোনটোসে ছু লো তুম ,মেরা গিত অমর কর দো।
আবার যন্ত্রণা
তোকে না দেখলে কেমন একটা মুখভার আকাশের মেঘে।
অনেকটা সেই রিমেকের গান
এই শ্রাবন ধুয়ে ফেলুক এই রাস্তা ধুলো।

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...