Friday, October 16, 2015

পুরনো অ্যালবাম

পুরনো অ্যালবাম
...................... ঋষি
==============================================
একটা ছবি আজকাল খুব মনে পড়ে
তোমার হাত ধরে দাঁড়িয়ে আমি।
তুমি পিছন ফিরলে ,,,বললে আসি
আমি পা বাড়ালাম ,,,,,,যাব তোমার সাথে।
মানা করলে না
হাত ধরে হাঁটতে থাকলাম তোমার সাথে
আরেকটা ছবি।

 ছবিটা চোখের ভেতরে
যতবার দেখতে গেছি       হারিয়ে ফেলেছি।
বাই দ্য ওয়ে    তুমি বিয়ে করো নি?
উত্তর দিলে না।
আমি তোমার না বলাকে উত্তর ভেবে এগিয়ে গেলাম
বললাম করবে না ,
উত্তর দিলে না।
আমি এগিয়ে গেলাম তোমার হাত ধরে
আর মুহূর্ত গুলো এক একটা ছবির মতন ফটো অ্যালবামে।

সারা দুনিয়া চাইছিল যখন
ফটোগুলো অ্যালবাম থেকে হটাতে
তখন সেখানে আরো কত ছবি জড়ো হচ্ছিল একসাথে।
আজ অসময়ে আমরা যখন অন্য একটা ফটোতে শুয়ে আছি
বালিশের ফাঁকে অজস্র টুকরো টুকরো ফটো।
তখন মনে হচ্ছে অ্যালবামটাকে বলি ঘুরে যেতে
পুরনো ছবির ফটোগুলোতে যাতে ধুলো না জমে। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...