Thursday, October 29, 2015

সময়ের দরজা

সময়ের দরজা
................. ঋষি
==============================================
বসে আছে সময়ের ঘরে জমা হওয়া ইচ্ছার
পিছনের দরজা খুলে প্রবেশ করি নি বহুদিন ,
আসলে পালাতে ইচ্ছে করে না।
সামনের দরজাটা আজকাল খুলতে  ভয় লাগে
আসলে যা দিনকাল সময় ,
সব বদলায় সময় ছাড়া অবস্থানে।

নিদিষ্ট স্থান ,কাল,পাত্র দেখে পাত্রস্থ লক্ষীকে যখনি দেখি
রেল লাইনের ধরে
বুকটা মুচড়ে ওঠে জমা হয় ধোঁয়াসা
সময় ছাড়া কেউ কিছু জানে না ,সময় ছাড়া কেউ কিছু বলে না
শুধু জীবনে সময় চলে যায়
ঘড়ির কাঁটায় অবিরত টিক টিক
ঘড়ির কাঁটায় অবিরত এগিয়ে যাওয়া
সম্পর্ক বিচ্ছেদ,সময়ের শুন্যস্থান শূন্য আর থাকে না ঠিক
কিন্তু পূর্ণ কি হয়

বসে আছি সময়ের পাথরে মুখ ঘষে কাঁটা ছেঁড়া সাথে
এডিসিপ দিয়ে মেরামত করা যায়।
কিন্তু ভাঙ্গা কাঁচ জোড়া দিলে জোড়া যে লাগে না
যেমন ভালো  লাগে না ভাবতে।
ভালোবাসি শব্দের অন্তস্থ অর্থকে
ঠিক তোর মতন সমস্ত ডিকসানারির বাইরে। 

No comments:

Post a Comment

নষ্ট সংসার

একড়া জীবন বোধের উপর দুদন্ড দাঁড়াই অদ্ভুত প্রত্যাশা,চুপ করে থাকি সম্পর্কের মিথ্যা লেখা বইগুলোর উপর সহজপাঠ অ, আ,ই,ঈ বর্ণগুলো সব ছটফট করে, কবিত...