Friday, October 16, 2015

মন জানে

মন জানে
............... ঋষি
=======================================
কেন জানি মন জানে
সব জানে সে  সবুজ মাঠে ফসলের কথা।
শুকিয়ে যাওয়া সময়ের কথা
ধরা খাঁচায় পাখিদের কথা।
খোলা হৃদয়ের নীলের কথা
কেন জানে সে ,কেন বোঝে সে হৃদয়ের কথা।

নিজেকে বলিনি কখনো ভালোবাসি
তাকে বলিনি কখনো ভালোবাসি।
তবু খোলা আকাশে তাকালে আমি দেখি সেই মেয়েটাকে
যে দাঁড়িয়ে আকাশের ওপাড়ে দিনে রাতে।
মুগ্ধ খোলা আকাশ
সে জানে না আমার বারান্দা দিয়ে আকাশ দেখা যায়।
আমি হাত বাড়িয়ে খুঁজি আকাশ নীলে
স্পর্শ মন
সে সব জানে।

কেন জানি মন জানে
সে বলে না কিছু নিজের কথা শুধু শুনে যায় স্তব্ধতা।
পায়ের শব্দ কান পেতে শোনে
হৃদয়ের শব্দ হৃদয় ঘষে শোনে।
কি  পাই সে ,কাকে পাই সে নিজের মাঝে
আমি জানি ,সে  সবি মন জানে। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...