Friday, October 2, 2015

কি এসে যায়

কি এসে যায়
............. ঋষি
=============================================
মোমবাতি নিভিয়ে দেও
একটু বড় হই তবে অন্ধকারকে  চুমু খাই।
কি এসে যায়
কেউ কি দেখছে।
সমাজের দরজায়  পাতিয়ালা বারের ডান্সিং ওমেন
কেউ কি বুঝছে।

ছোটবেলায় ভাবতাম মানুষ মরে গেলে তারা হয়ে যায়
অথচ এখনও  মানুষ মরছে,
তারা কোথাই প্রতিদিনের মানুষের মৃত্যুতে  কোনো শব্দ হয় না।
ছোটবেলায় ভাবতাম ভালোবাসা মানে বাবা মা
অথচ ভালোবাসা যে সাজানো সুগন্ধী  মোড়কে  দেনা পাওনা
তা বুঝি নি।
দেরী করে বুঝলাম
ভালোবাসা ভিড়ে ঘেমে গেলে মেঘ হয়ে যায়
তারপর বৃষ্টি।
তারপর ভালোবাসা  জ্যান্ত পুড়িয়ে মারা হয় ওই নীল আকাশে
চারিদিকে কার্বন ,ডিজেলের গ্যাস
আর আকাশ অন্ধকার।

মোমবাতি নিভিয়ে দেও
একটু দেনা পাওনা খেলি অন্ধকার তরঙ্গের সাথে।
কি এসে যায়
কেউ কি দেখছে।
শুধু বাইকের হেড লাইট আগুনের মতন জ্বললে
আমি ঝাঁপিয়ে পরি ,, ব্যাথা লাগে না। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...