Saturday, October 3, 2015

হে প্রেম

হে প্রেম
.................. ঋষি
==============================================
আদি অনন্ত জেগে আছি
হে প্রেম।
তুমি ঘুমিয়ে  আছো  আমার বুকে
অর্বাচীন কোনো সময়ের শব্দে কান পেতে আছি।
প্লিস আরেকটু
এই সময়ের অভিশাপে লাল রক্ত।

জীবনের কনসার্টে বাজতে থাকা চেতনার সুর
দূরত্ব সমাজের ফাঁকে জমতে থাকা নকল মুখোশ।
সব কিছু প্রতিকুল জীবনে
তবু প্রেম আমি বেঁচে আছি।
যেমন জীবন থাকে ,জীবনের অপেক্ষায়। জীবনের সাথে
ঠিক তেমন।
আসলে তো একা হয়ে বাঁচা যায় না
আসলে তো একা সময় কাটানো যায় না।
তাই তুমি আছো
আমার কাছে।
হে প্রেম
নিঃশব্দ  প্রহরীর মতন সদা  জাগ্রত।

ঘুম ভেঙ্গে দেখি দুটো কাজক পরা চোখ
চোখের থেবড়ে যাওয়া কাজলে  কিছু অভিমান  লেগে।
কিছু  ভুল  আমার ছিল ,কিছুটা তোমার
তবু কেন জানি।
হে প্রেম
তোমাকে না ভালোবেসে থাকা যায় না। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...