Thursday, October 1, 2015

হৃদয়ের সার্জারী

হৃদয়ের সার্জারী
............... ঋষি
==============================================
এ  প্রশ্ন বড় রঙিন
হৃদয়ের  সার্জারিতে উঠে আসে ছুড়ি  ,কাঁচি ,আর রিপুর সুতো।
সারছে না রোগ
কাছে চাওয়ার ,ভালো চাওয়ার ,তোকে পাওয়ার।
ক্রমশ বিলীন পথে আমি
একলা দাঁড়িয়ে তোর  বুকের গন্ধে।

তোর নাভির থেকে উঠে আসা নেশার চোখ
সমস্ত উপত্যকা পেরিয়ে আমার আগুনে।
যেই তোকে পোড়াতে যাই
চারি পাশে ডমরু বেজে ওঠে।
মদ্যপানের আসর বসে
চড়ক পুজো ,দিওয়ালি একসাথে শুরু হয়।
আবার এগিয়ে আসে তোর বলি
সত্যিটা বল কি করে বলি।
চামড়ার মুখ আর বিশ্বাস
কখনো  গাঁথে  না স্বপ্নের নক্সী কাঁথায়।

এ  প্রশ্ন বড় রঙিন
হৃদয়ের  সার্জারিতে উঠে আসে তুলকালাম ঝড়ো বিতর্ক।
সত্যি যখন আছে
তবে তর্ক কিসের ,মিশে যাওয়ায় না জুড়ে থাকায়।
ক্রমশ বিলীন আমার বুক মহলে
একলা দাঁড়িয়ে তুমি বেঁচে থাকায়। 

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...