Saturday, October 3, 2015

অন্য হাওয়া

অন্য হাওয়া
,,,,,,,,,,, ঋষি
====================================================

হাওয়া ছুঁতে চাইছে যা ,জীবন খুঁজে পাচ্ছে যা
একটা অমিল আছে।
ভাঙ্গাচোরা কাঁচের চুরি ,টুকরো টুকরো ভাষা
কাঁচ বন্দী ঘর।
সত্যি ভালোবাসা ,, বিশ্বাস আর নিশ্বাসে
অসংখ্য বাস।

এই তো অভিমুন্যের চক্রবুহ্য
ঘিরে ধরা  যন্ত্রণাদের পাতাল প্রবেশ সীতা।
তুমি কি পবিত্র ধরনীর মতন
তুমি কি সর্বজ্ঞ মৃত্যুর মতন।
নাকি কাঁচের চুরি খালি রিনিঝিনি সাজানো ঝলক
নকল পৃথিবীর আত্মার মতন অনাত্মীয়।
কে তুমি
কি পেতে চাইছে ,কি খুঁজছে জীবন।
জমানো মনিমুক্ত অসংখ্য টুকরো টুকরো কাঁচ
পায়ে ফুঁটে
কোন পথে হাঁটতে চাইছে জীবন।

হাওয়ায় ফিসফিস আজকাল ,শরীর জুড়ে শিরশিরে না বলা
একটা অমিল আছে বেঁচে ফেরে।
ভাঙ্গা চোরা কাঁচের ঘরে ,,,জমতে থাকা বালি
খালি হাত খালি।
সত্যি ভালবাসা ,,,বিশ্বাস আর নিশ্বাসে
তবু কেন একা। 

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...