Saturday, October 10, 2015

এ মন

এ মন
..........ঋষি (LLB র গানে পরশে )
========================================
এইটুকু বলতে পারি
মন ,,,,দখিন হাওয়াতে কেন পাগল এ মন।
কেন জানি  ঘুমঘোরে
এই শীতের দুপুরে
অচেনা রাস্তায় ভিজে এ  মন।

সবটুকু ছুঁয়ে যে যায়
ভিজে থাকা  চাঁদ জ্যোত্স্নায়
কেন এমন অবাদ্ধ এ  মন  .

মন ,,,,মেঘলা দিনে আকাশে ঘুরি এ মন
মনে হয় রেলিঙে দাঁড়াই।
মনে হয়  আকাশে  উড়ে যায়
যেন কোনো বাঁধন  ছাড়া ,যেন কোনো শব্দ ছাড়া
কিছুতেই পোষ মানে না এ মন।

সবটুকু ভিজিয়ে যে যায়
একা দেখা স্বপ্ন চোখে তাই
আঁধারেতে কতকিছু  খুঁজতে থাকে এ মন। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...