Wednesday, October 28, 2015

যাকে আমরা দেশ বলি


যাকে আমরা দেশ বলি 
.................. ঋষি
=============================================

আমি ঢুকছি ,আপনারাও 
জামা জুতো সব নিয়ে সোজা পাঁকের মাঝখানে। 
ল্যাম্পপোস্টে অন্ধকার জ্বলছে
মনের মাঝে আবর্জনায় রাবনের পুত্তলির মতন পাপ। 
অষ্টম বর্ষিয় কোনো বালিকা ধর্ষণ হয়ে যায় 
কোনো টু শব্দ নেই আপনার ,আমার। 
.
খবরের সদ্য প্রকাশিত কালো টাকার ফর্দে সবার আগে আমরা 
মানে আমাদের দেশ। 
দেশ নিয়ে কিছু বললেই গর্দান যাবে তাই চুপ 
বরং কোনো বেশ্যার কথা বলি। 
রাস্তায় দাঁড়িয়ে বিক্রি হয়ে যাওয়া মাকে আমি দেশ বলি 
থুড়ি বেশ্যা বলি। 
যন্ত্রণা থাকে সেখানে ,যেখানে দেশ 
থুড়ি গনতন্ত্র। 
শব্দটা আজকাল খুব শোনা যায় ভোটের মাইকে 
গণতন্ত্র যখন বেশ্যা হয়ে পার্টি অফিসের বিছানায় যায়। 
তখন কোথায় যেন জন্ম হয় হরেক রকম পতাকা 
মায়ের যন্ত্রনায় কোথায় যেন দেখতে পাই দেশ ,
হাসপাতালের বেডে বেজন্মার মতন কাঁদতে থাকে। 
.
আমরা স্বাধীন নাগরিক ,ভদ্র সভামন্ডলে জমায়েত করি 
আসলে মায়ের দুধের চর্চা করি। 
যদি কিছু ছানা বেরোয় ,তবে রসগোল্লা 
তারপর রস গড়িয়ে পরছে। 
জন্মানো প্রতিবাদ যদি বেশ্যার মতন তৃপ্তিদায়ক হয় 
তবে মা কেন কিংবা দেশ বলি। 
.
( এই কবিতার সমস্ত দায় এবং খারাপটুকু আমার )

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...