Monday, October 12, 2015

ভালো আছি

ভালো আছি
....................... ঋষি
================================================
একটা আলোর খোঁজ করছি
শহরের অলিগলি ,রেল লাইন ,বাসের ভিড় ,মানুষের চিত্কার
কিন্তু পাচ্ছি না কিছুতেই।
আসলে আমি জীবন থেকে একটা নিঃশ্বাস  খুঁজছি
যেখানে সহজে বলতে পারি ভালো আছি।

অদ্ভূত একটা স্পৃহা বুকের ভিতর
সমস্ত অস্তিত্ব জুড়ে শুধু সাইরেনের শব্দ,ব্ল্যাকআউট।
মন্বন্তরের মাটি জুড়ে কেমন এক খিদে
আকাশ জুড়ে সাই সাই ছুটছে যুদ্ধ বিমান।
ভিতর থেকে বাইরে শুধু চিত্কার
কি করে বলি !
ভালো আছি।
যুদ্ধ চলছে ,ষড়যন্ত্র চলছে ,চলছে বুকের ভিতর নিকোটিন হৃদয়
মানুষ কাঁদছে ,প্রেম কাঁদছে।
মুখোশের আড়ালে কোথাও কাঁদছে দৈনন্দিন বেঁচে থাকা
ভালো থাকার নামে।

একটা আলোর খোঁজ করছি
রেল লাইনের সেই শিশুটা ,পথের উপর সেই ভিখারিটা।
চায়ের দোকানে সেই ছেলেটা, মাতৃ গর্ভে বাড়তে থাকা জন্মটা
সকলের মুখে একটা ঈশ্বরের হাসি
পরিতৃপ্ত সকলে বলছে একসাথে ভালো আছি। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...