Thursday, October 8, 2015

নেশা কাকে বলে

নেশা কাকে বলে
................ ঋষি
===========================================
নেশা কাকে বলে
সেই পাতিয়ালা বারে উপছে পড়া  সময়কে।
না তোকে
যে আঁকড়ে আছে বুকের পাঁজরে।
একটু অন্যমনস্ক ভাবে
এই মাত্র তোর ঘামের গন্ধটা পেলাম।

নিস্তব্ধ নিশাচরের চোখে
 যেমন একটা হিংস্রতা থাকে জংলি যন্ত্রণা।
সেই যন্ত্রণা থেকে
এক ফোঁটা  তোর কপালে দিলাম।
ও মা তোর  যে জ্বর এসেছে সোনা
ও মা তোর বুকেও যে কালসিটে দাগ।
অবিরত
নেশার ছোপছোপ স্লিপিংপিলের রাত।
জ্যোত্স্না  ভেজা ভিজে চোখের  পাতায় মুক্তি
নেশা হচ্ছে  তোর
আয় কাছে আয়।

নেশা কাকে বলে
নিজস্ব যন্ত্রণার ভিতর নিজেকে খোঁজার  আকর্ষণকে
না তোকে ।
তোর জড়ানো  স্লিভলেসে লুকিয়ে থাকা আশ্রয়ের ফাঁকে
সদ্য ওঠা চাঁদকে
ওমা আজ যে পূর্নিমা। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...