Monday, October 12, 2015

শূন্য

শূন্য
................ ঋষি
==============================================
শূন্য থেকে শুন্যান্তরে ,শূন্য গুলো জুড়ে
ঋক ,সাম , যজু ,অথর্ব  সব ঘেটে।
একটা প্লাটফর্মে দাঁড়িয়ে বলা যায় নাকি
হাট্টিমাটিম টিম ,তারা মাঠে পাড়ে ডিম ,
আর ডিম সে মুরগির হয় ,আবার পক্ষীরাজেরও।

সব ঘেটে ঘ
দাঁড়িয়ে  থাকা অবান্তর পাহাড়ের গায়ে
লুকোনো একটা শূন্যতা।
ইকো হচ্ছে ,,,আওয়াজ করে দেখো
ফিরে আসছে অস্তিত্ব নিজের কাছে আয়নায়।
চুপ থাকতে বলছে সময়
চাকা ,চকমকি ,পোড়া মাংস সব লেগে আদিম জীবিকায়।
অথচ কিছু কি বদলাচ্ছে
জমানো খিচুড়িতে।

শূন্য থেকে শুন্যান্তরে ,শূন্য গুলো জুড়ে
গীতা,পুরাণ,বাইবেল সব ঘেটে।
একটা প্লাটফর্মে মানুষ চিত্কার করে শূন্য,শূন্য আর শূন্য
সব জুড়ে একটা যদি বড় শূন্য পাওয়া যায়
তাকে কি বলবে পৃথিবীর মানুষ। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...