Friday, October 30, 2015

না বলা কথা

না বলা কথা
................ ঋষি
========================================
রেখে গেলে চলবে কি করে
কথাগুলো ফুরিয়ে গেছে তোর আমার অবশেষে।
এখন পুরো সমগ্র জুড়ে
একটু অশান্তি ,তুমুল ঝড় ,মুখ ভার করা মেঘ।
ক্যামেরা চলছে জীবনের
আর মাথার ভিতর না বলা কথাদের কোলাহল।

অনির্দিষ্টকালীন চাপান উতর জিততে চাওয়া
জিতছি সবাই।
তুই আমি প্রত্যেকে নিজেদের কাছে
অথচ জানিস হারছি রোজ জেতার থেকে বেশি।
সময়ের সাথে
সেই ছোটো বেলায় শেখা ইকিরমিকির সত্যি বলতে হয়।
আরো বড় হয়ে শেখা লুকিয়ে থাকতে হয়
ইমেজ মেকি আয়নার মুখ।
একটু বদলায় সময়ের সাথে
সময় সে যে যন্ত্রণা।
যা পরে আছে  আর যতটুকু চলে গেছে
নিজের সাথে।

রেখে গেলে চলবে কি করে
বুকের দেরাজে বন্দী সেই পারফিউম ভরা ইচ্ছা।
মারামারি হবে ,কিছুটা ঝগড়া নিজের সাথে
তারপর বন্ধ খামে সাদা পাতায় খোলা চিঠি।
নিজেরাই লিখি নিজেদের ঠিকানায়
তারপর আবারও বন্ধ বুকের দেরাজে। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...