Sunday, October 4, 2015

অজ্ঞাত পরিচয়

অজ্ঞাত পরিচয়
,,,,,,,,,,,,, ঋষি
===========================================
জানি না মাঝে মাঝে এমন হয়
খুঁজি হয়তো কিছু।
নিজের বুকের ফাঁকে জমতে থাকা জঞ্জালগুলো
সরিয়ে ফেলতে ইচ্ছে হয়।
মনে হয় হোক না কোনো নতুন জনপদ
হোক না কিছুটা জীবিত জীবন।

আজ থেকে না
প্রাচীন কোনো শ্রাবনে ভিজতে থাকা শ্রবণ চলেছে
আপন পথে নিজের ভূমিকায়।
এখানে ভূমিকা বদল হয় না
বদল হয় পরিচয় কাছের থেকে দুরে।
দুরের থেকে কাছে খুব কাছে
কখনো দূরবীনের প্রয়োজন ,কখনো বা আতশ কাঁচ।
কিন্তু ভূমিকার প্রয়োজন হয় না
হয়না প্রয়োজন কোনো পরিচয়পত্র কিংবা ভোটার কার্ডের।
হৃদয় বুঝে যায়
ঠিক বুঝে যায় পরিবর্তিত আবহদপ্তরকে।

জানি না মাঝে মাঝে এমন হয়
খুঁজি হয়তো কিছু নিজের অজ্ঞাতবাসে।
জমতে থাকা হাঁড়িকুড়ি ,জমানো পাহাড়ি নিস্তব্ধতায়
কোথাও নিজেকে সরিয়ে রাখতে ইচ্ছে হয়।
নিজের মতন কোনো অন্য মনে
অন্য পরিচয়ে ,কোনো অন্য সাজে।

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...