Sunday, October 4, 2015

আগুন আর জীবন


আগুন আর জীবন 
.................... ঋষি 
===========================================
শেষ না হওয়া থিসিসের মতন 
কিছু একটা লেপ্টে আছে সারা শরীর জুড়ে। 
চাবুকের দাগ 
লাল লাল স্তব্ধতা সারা শরীর জুড়ে 
পোড়ার দাগ। 

পুড়ি আমরা সবাই 
নিজেকে নিজের ভিতর অনিশ্চিত জীবনের নাটকে। 
পোড়াই হয়তো কাউকে 
অনিয়ন্ত্রিত সম্পর্কের মোড়কে  অন্য স্বাদে। 
বেশ লাগে জীবন চিবোতে 
জিভের ধারে বারংবার আটকে থাকা স্বাদ। 
জমা বিশ্বাস ,প্রেম ,স্নেহ ,মায়া 
পরম মুক্তি বলে যদি কিছু থাকে। 
খুঁজি 
ঈশ্বরের চেতনায় ,ঈশ্বরের  প্রেরনায় 
বেঁচে থাকার অন্য স্বাদ। 

শেষ না হওয়া থিসিসের মতন 
কিছু একটা আটকে থাকে নিজের আত্মায় ,আত্মার সাথে। 
ফেবিকলকা  মজবুত জোর হ্যায় টুটেগা নেহি টাইপের কিছু 
জয় ওর বীরু  না ভুলতে চাওয়া বন্ধুত্ব 
আগুন আর জীবন। 

No comments:

Post a Comment

নষ্ট সংসার

একড়া জীবন বোধের উপর দুদন্ড দাঁড়াই অদ্ভুত প্রত্যাশা,চুপ করে থাকি সম্পর্কের মিথ্যা লেখা বইগুলোর উপর সহজপাঠ অ, আ,ই,ঈ বর্ণগুলো সব ছটফট করে, কবিত...