Saturday, October 3, 2015

ডেঞ্জারাস লাইফ

ডেঞ্জারাস লাইফ
........................... ঋষি
==============================================
স্বপ্নরা নাকি ঘুরে ঘুরে আসে হৃদয়ের কাছে
মাংসের দেওয়াল জুড়ে ছোপ ছোপ যোগ্যতা।
আর জঙ্গলে ভাবের বাস
কেতাবি ভাষায় আজকাল সিনেমাগুলো অসমাপ্ত থাকে।
ভিলেন থাকে হিরোর ভেকে
আর জীবন সেই একলা।

লাইন দিয়ে পরে থাকা স্বপ্নদের শব
পরপর বারংবার সীমান্তরেখায় বাস করে সেই গুলিদাঙ্গা।
বুলেটপ্রুফ জ্যাকেট কাজে আসে না
কি করা আর
অসমাপ্ত অভিশপ্ত শরীরে জ্বালা।
ডিকসানারিতে যাকে অধিবাস বলে অন্ধকার চোখে
জীবনে যাকে যন্ত্রণা বলে বাঁচার চোটে।
আর কোথাও যেন  মুখ ভেঙচে পরে থাকে চেতনার শব
ভাবায় সব ,
ভালোবাসা হালফিলে একলা থাকার নাম।

স্বপ্নরা নাকি ঘুরে ঘুরে আসে হৃদয়ের কাছে
তিথি ,নক্ষত্র ,চোখ ,চোখের কালি সব অন্ধকার বেকার খালি।
আর জঙ্গলে জীবন থাকে না
অনেক জরিমানা জুড়ে অনধিকারে প্রেম বাঁচে না।
তবু ওয়ার্ক ইন প্রগ্রেস ,,ডেঞ্জারাস লাইফ
আর জীবন না হয়  বাংলায় হলো। 

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...