Sunday, October 18, 2015

অনন্ত আকাশ

অনন্ত আকাশ
................... ঋষি
===========================================
যেটা হারিয়ে গেছে
সেটা খুঁজতে চাওয়া, চলে যাওয়া ট্রেনের দিকে তাকানো।
যেটা সঙ্গে  আছে
সেটা ট্রেনের বগির একটা নিশ্চিন্ত দুলুনির মতন সাজানো।
কোনটা আমার কোনটা নয়
প্রশ্ন কি পরিচয় তোকে একলা পাওয়ায়।

ঠোঁটের সাথে দ্রবীভূত ঠোঁট
রাস্তায় দাঁড়িয়ে ফুচকার তেঁতুল জলের স্বাদ।
পরিমিত জীবনের ইতিউতি উঁকি মারা আকাশ
আমার হৃদয় বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখা যায়।
খোলা মুক্তি জীবনের গায়ে
আর নোনা বিছানার চাদরে প্রত্যহ নিশি ডাক।
আকাশের চাঁদ
কলঙ্ক।
সে যে চাঁদকে মানায় অন্ধকারে
আর সকালে চাঁদ ভ্যানিস।

যেটা হারিয়ে গেছে
সেটা খুঁজতে চাওয়ার বোকামি চাপা কান্না হৃদয়ের শরীরে।
যেটা পাওয়া গেছে
সেটা জড়িয়ে ধরা স্পৃহা একলা আকাশে সময়ের গায়ে।
আর তুই কোনো চাঁদ
অন্ধকার আকাশে তারাদের মাঝে  মিশে। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...