Thursday, October 15, 2015

প্রিয় গোলাপ

প্রিয় গোলাপ
.................. ঋষি
=============================================
জানি না হয়তো বেশি চাওয়া আমার
না খেতে পাওয়া কুকুরের পেটে ঘি যেমন।
ঘুমোতে না পারা রাত জাগা চোখে স্বপ্ন যেমন
ফিরে যেতে হয়।
পুরনো ডায়রির পাতায় লুকোনো শুকনো গোলাপটার কাছে
যে ফিসফিসে করে  আজও  বলে ,,,তুমি মৃত প্রেম।

গোলাপ ,গোলাপ ,গোলাপ
ও প্রিয় গোলাপ তোমার সবুজ কাঁটায় আজ বুকের রক্ত।
ও প্রিয় মুহূর্ত তোমার বুকের ওমে জমানো কষ্ট
সবটুকু শুষে নিয়ে।
যদি আবার সময় চলে একাকী কোনো সপ্তমে
জীর্ণ সারণী ধরে না বলা স্মৃতি ভারে
তোমার সাথে।
আটকে থাকা মুহুর্তদের ভিড়ে
ভাঙ্গা গিটারের প্রিয় সুর আজও গভীরে বেজে যায়,
তোমার পাতা সবুজ  আজও।

জানি না হয়তো বেশি চাওয়া আমার
শুয়ে থাকা অন্তরের বিছানা বালিশে আজ নোনতা স্বাদ।
ঘুম আসে না কিছুতেই
বারংবার গিয়ে  দাঁড়ানো পুরনো ডায়রির পাতায়
যেখানে আজও লেখা
গোলাপ তুমি ভীষণ সুন্দর ,প্রিয় আমার। 

No comments:

Post a Comment

কোনো একদিন

গত হয়ে যাওয়া দুঘন্টা সতেরো মিনিট গত হয়ে যাওয়া পাঁচটা সিগারেটের মৃতদেহ  তোমার বাড়ির সামনে দিয়ে যে ডেডবডিটা আজ গেলো সেটা তোমার প্রেমিকের হতে প...