Wednesday, October 7, 2015

সময়ের ডুগডুগি

সময়ের ডুগডুগি
.....................ঋষি
===============================================

গতকাল ছিল বলে
হয়তো আজ আছে আমাদের ভোটার আইডিতে।
হয়তো আজ আছে বলে
আমাদের আগামী আছে আমাদের মানচিত্রে।
অনেকটা কস আর রিজন সুত্র
হয়তো বা জটিল কোনো রসায়নের শেষ ধাপ।

গতকাল ,আর বর্তমান
জুড়ে বেঁচে থাকা আগামীর ফলাফলগুলো বড় আনরোম্যান্টিক।
যাকে কল্পনা করে মজা পাওয়া যায়
অথচ নিজেকে কিছুতেই মহাকাল ভাবা  যায় না।
সময়ের বিষ সময়ে খেতে হয়
জীবন মন্থনে উঠে আসা বিষ  আগে খাওয়া যায় না।
আমরা সকলেই নীলকন্ঠ
তবে ভবিষ্যত অজ্ঞ বোবা জানোয়ার।
রোমন্থন আর রোমন্থন
কিছুতেই ভালো থাকা যায় না।

গতকাল ছিল বলে
হয়তো  আগামীতে দেখা যাবে ইচ্ছের সূর্য।
কিংবা হতেও পারে সে অনিচ্ছার রাত্রের মতন অন্ধকার
কোনো একলা থাকা।
ক্ষতি কি ভাবতে নিজেকে মহেশ্বর সবজান্তা মহাকাল
সময়ের ডুগডুগি  যার হাতে। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...