Sunday, October 18, 2015

কিছু একটা



কিছু একটা
................... ঋষি
============================================
তোকে ভালোবাসি বলিনি কখনো
কেন জানিস ,
ভালোবাসা আসলে শ্মশানের ছাই একটা শব্দ মাত্র।
গায়ে মাখা যায় ,মুখে মাখা যায়
কিন্তু ভালোবেসে গভীরে যাওয়া যায় না।

সর্বত্র ছড়ানো শব্দমন্ডলীর চাওয়া পাওয়ার ফাঁকে
কিছু একটা থাকে।
যেটা অবলীলায় আজ লুকিয়ে গেলি আমার থেকে
দুই ঠোঁটের ফাঁকে জমা তৃষ্ণা দের উপাখ্যান ,
তোর বুকের ওমে জমতে থাকা না বলা।
সবটুকু অবহেলে সরিয়ে দিলি
শুকনো পাতাদের ভিড়ে ,
তোর খোঁজা জীবন
ক্রমাগত পথ চলা ক্লান্ত সড়কে।

তোকে ভালোবাসি বলিনি কখনো
বলবো না জানি তোর স্বপ্নের সমুদ্র ধারে পাশাপাশি। ,
ভালোবাসা ঢেউয়ের মতন ছুঁয়ে ছুঁয়ে যায়
ভিজিয়ে যায় সময় আর সময়ের কোলাহল
কিন্তু কেন বলতো ভাসিয়ে নিয়ে যায় না। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...