Tuesday, October 27, 2015

কিছু দাগ

কিছু দাগ
................ ঋষি
=========================================
দাগ কতই তো রয়ে গেছে
তবু জানিস আমার বয়ে গেছে।
দাগ টানা সময়ের কাঁটাগুলো
সব এলোমেলো হয়ে গেছে।
তবু আমার বয়ে গেছে
শুধু একলা সময়ে ফিসফিস ছাড়া।

কিছু শুনছিস
টিক টিক ,টিক টিক অবিরত ,ক্রমাগত এগিয়ে যাওয়া।
পাশে ক্যালেন্ডারের তারিখগুলো সার দেওয়া  পিঁপড়ে
চলছে আর চলে গেছে,
তবু আমার বয়ে গেছে।
শুধু কিছু দাগ রয়ে গেছে গভীরে কিছু অজানা স্বাদে
তবু কিছু দাগ রয়ে গেছে ফিসফিস স্মৃতিদের সাথে।
হামাগুড়ি দিয়ে জীবন
এখন হাঁটা শিখে গেছে।
একলা থাকায় ,একলা পাওয়ায় নিজেকে আয়নার কাছে
আরো কাছে কাঁচের গুড়ো,
সব লুকিয়ে রয়ে গেছে।

দাগ কতই তো রয়ে গেছে
কতই তো লুকিয়ে আছে হৃদয়ের বেশে অন্য আমিতে।
দাগ টানা সময়ের পেন্সিলে
এখন কত অবিরত ছাপ ,সব রক্তের ছোপ।
সব একলা রয়ে গেছে
তবু কেন জানি আমার বয়ে গেছে। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...