Tuesday, October 6, 2015

প্রেমিকা খাজুরহ

প্রেমিকা খাজুরহ
............ ঋষি
===============================================
যেখান থেকে স্বপ্ন দেখা যায়
তোর বুকের খাঁজে মুখ লুকিয়ে অন্য মন্দির ।
খাজুরহর  প্রাচীন প্রস্তরে মুখ ঘষে সভ্যতা লুকিয়ে থাকে
তবু কেন জানি  তুই আমার কাছে অন্য প্রশ্রয়।
নিভে যাওয়া আগুনের ছায়ে
আবার আগুন জ্বলে যখনি তুই কাছে আসিস।

আজ থেকে নয়
বিগত শতকের  কোনো শিল্পী খাজুরহ কুঁড়ে  চলেছে পাথরে।
ছেনি ,হাতুড়ি সম্বল সেই নির্বিকার শ্রমিকের প্রেমে
খাজুরহ ভেসে যায় প্রতি রাতে প্রিয় জ্যোত্স্নায়।
পৃথিবী দেখে
মানুষের কোলাহল স্পর্শ করে না।
স্পর্শ করে না মানুষের তির্যক চোখ ,শরীরী ভাষা
সেই প্রেমিকের শিল্প।
জ্যান্ত খাজুরহ
জীবিত শিল্পীর বুকে পরম যত্নে।

যেখান থেকে স্বপ্ন দেখা যায়
সেই নরম বুকে মুখ ঘষে দেখি আগুনের হল্কা।
পুড়ছে  বুক আমার মতন
প্রিয় প্রেম তোমার স্নেহ বাড়িয়ে দেওয়া আগুনে।
তবু কেন জানি সেই শিল্পীর অহংকার
আমাকে স্পর্শ করে ,তোর বুকে মাথা রেখে। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...