Friday, October 16, 2015

প্রেমের আগুনে

প্রেমের আগুনে
................ ঋষি
============================================
প্রেম সে যে যন্ত্রণা
প্রেম সে সব সময়ের কথা।
পাশাপাশি হাত ধরে একটু  এগিয়ে যাওয়া
একটা সূর্য নৌকো ভাসছে ,
নীল আকাশে
ছুঁয়ে যাওয়া কল্পনার আদুরে রঙে।

যেমন জীবন বলে
যেমন সবাই শোনে।
তেমনি শোনে প্রেম সময়ের কথা চুপিচুপি
ছুঁয়ে যাওয়া ভোরের পরশ।
শিশিরের মিষ্টি আদর
সবটুকু লেগে থাকে জানলার কাঁচে সদ্য ঝরা বৃষ্টির মতন।
টাপুর টুপুর ,মেঘলা দুপুর
চার দেওয়ালে ,ভেজা বিছানায় একার সাথে।
প্রেমে পরা বারংবার
সময় চুপিচুপি খুব কাছে।

তাইতো বলি প্রেম সে যে যন্ত্রণা
জ্বালায় ,পোড়ায়,নেভায় না জ্বলতে থাকা মোমবাতি।
মোমবাতি পায় জ্বলার সুখ
হৃদয় পায় আগুনের।
আগুনের প্রেমে ,প্রেমের আগুনে হৃদয় পুড়ে ছাই
জীবন থেকে তবুও প্রেম কি সরানো যায়।

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...