Thursday, October 8, 2015

বৃষ্টি ভেজা শহর

বৃষ্টি ভেজা শহর
,,,,,,,,,,,,,,,,ঋষি
============================================

আজ তোকে চুমু খেতে ইচ্ছে করছে
কেন জানি এই সমীকরণের মানেটা একটু বিগরোচ্ছে।
কি এগোচ্ছে জানি না
ট্রাম ,বাস ,রিকসা না পায়ে চলা।
তবে এগোচ্ছে শহর আমার সাথে তোর দিকে
বৃষ্টি ভিজে কোলকাতা।

বৃষ্টির পায়ের সাথে পা
খালি কিনা জানি না ,চটি আছে কিনা জানি না।
জানি না কি সম্বল
তবু শহর জাগছে অন্যদিনের থেকে।
দিবারাতি
আজকাল প্রতিক্ষা তুই আসছিস যে।
তুই আসছিস তোর  মানচিত্র ছড়ানো বিশাল নকশা
তুই আসছিস আমার হৃদয় ভরা জীবন্ত কাশফুল।
কেমন একটা মায়া ভালোলাগা তোর  স্পর্শে
ভালোবাসি।

আজ তোকে চুমু খেতে ইচ্ছে করছে
কেন জানি বিশল্যকরণী বুকে রোজনামচা ঝাড়পোছ।
ধুলো জমেছিল প্রচুর শহরে
এই মাত্র যে বৃষ্টিটা হলো ধুয়িয়ে দিল পথঘাট জীবন।
সর্বত্র রাখা এক হাঁটু জল
তবু বল এটাই তো আমার শহর।   

No comments:

Post a Comment

নষ্ট সংসার

একড়া জীবন বোধের উপর দুদন্ড দাঁড়াই অদ্ভুত প্রত্যাশা,চুপ করে থাকি সম্পর্কের মিথ্যা লেখা বইগুলোর উপর সহজপাঠ অ, আ,ই,ঈ বর্ণগুলো সব ছটফট করে, কবিত...