Friday, October 16, 2015

একটুকু ছোঁয়া

একটুকু ছোঁয়া
............ ঋষি
=============================================
আমাকে এই মুহুর্তে যদি বলো ভলোবাসি
আমি হাসবো।
কেন জানো ভালবাসা সেই কদমের ফুল
সময় চলে যায়।
অথচ গন্ধটা প্রিয় সুরের মতন মনের ভাঁজে
গুনগুন ,গুনগুনিয়া।

তোমার সদ্য হওয়া সকালের গন্ধটা নাকে নিয়ে
বেশ লাগে আজকাল।
সামনের সরকে কাঁচের আড়ালে জমা বাষ্প কণা
বেশ ছুঁয়ে যায়।
স্টিম ইঞ্জিন দার্জিলিঙের সেই পেঁচানো রেল
তোমার প্রেমের শব্দে।
কেমন পেঁচিয়ে যায়
প্রেম নিয়ে সিরিয়াস জীবন
অথচ জীবন সিরিয়াস বেঁচে থাকা মুখোসে।

আমাকে এই মুহুর্তে যদি বোলো ভালোবাসি
আমি কাঁদবো।
তুমি বুঝবে অথচ তবু থামবে না ভালবাসার মানে
কেন জানো।
ভালোবাসা পুজোর ফুল ভেজা বৃষ্টিতে উড়ে আসা স্পর্শ
যাতে মাটির গন্ধে আর পাওয়া যায় না। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...