Saturday, October 17, 2015

নিজেকে জীবিত দেখতে

নিজেকে জীবিত দেখতে
........................ ঋষি
==================================================
নিজেকে জীবিত দেখতে অসময়ের মুখোসে
যন্ত্রণা এক চিলতে সূর্য।
জ্বালা পোড়া সময়ের ফোস্কায় ছড়ানো ছেটানো শব
এত শব রাখবো কোথাই।
এত জ্বলতে থাকা মৃতদেহের আত্মজ চিত্কার
কান বন্ধ হয়ে যায় ,দম বন্ধ।

বুকের ভিতর অসংখ্য আলমারির খোপে জমিয়ে রাখা মুখগুলো
আমি দেখতে পাই পথচলতি সময়ের মুখে।
হাতে কালি,মুখে কালি বিষন্ন জন্ম আনমনে চেটে যায় পৃথিবীর ধুলো
রাস্তায় দাঁড়ানো নষ্ট মেয়েগুলো।
কখন যেন মায়ের মতন দেখতে হয়ে যায়
কখন যেন আমার নষ্ট কবিতা হয়ে যায়।
উড়তে আকাশে পাখিদের যারা আটকে রাখে সময়ের ভাঁজে
সেখানে ঘামের গন্ধ ,মলমূত্র ছড়ানো।
অদ্ভূত লোমশ কোনো ইয়েতি বাড়িয়ে দেয় তার মৃত্যু নখ সময়ের দিকে
মানুষে বুক চিরে চিত্কার ,
নিজেকে জীবিত দেখার।

নিজেকে জীবিত দেখতে অসময়ের মুখোশে
রক্ত মাখা ঠোঁট।
ভয়ানক কোনো সময়ের পথে শুধু ছড়ানো আগুন
এগিয়ে যাওয়া শুধু।
আরেকদিন সূর্যের মুখ যদি আয়নায় দেখা যায়
যদি অন্য কোনদিনে যদি একটু সত্যি বাঁচা যায়।   

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...