খুব দুষ্টু
...................... ঋষি
===================================================
কাল রাতে ঘুম হয় নি ভালো
জানলার রেলিং বেয়ে দুষ্টু তুই আমার ঘরে।
সারা সিলিঙে মাখামাখি স্বপ্ন
দুষ্টু তুই ,খুব দুষ্টু।
আমাকে ভিজিয়ে তাকিয়ে ছিলিস আমার দিকে
মিষ্টি হাসিতে ,আরো গভীরতায়।
তারপর কখন যেন আমি টেনে নিলাম কোল বালিশটা বুকের কাছে
আর তুই কোথা থেকে এসে গেলি আমার বুকের মাঝে।
একটা উষ্ণতার ওম ,একটা মরে যাওয়া শিহরণ আমার বুকের মাঝে
বুক কাঁপছিল ,কাঁপছিল ঠোঁট ,ক্রমশ ক্লোস্ড খুব কাছে।
তোর বুকের মাঝে
মিশে যাওয়া মায়া ,চোখের হায়া।
খুলে পড়ছিল লজ্জা ,সমস্ত মুখোশগুলো একে একে
পরম যত্নে তুই মিশে আমার মাঝে।
আমি তোর বুকে মুখ ঘষে অবাক
এ কি আশ্রয় ,না কি প্রশ্রয়।
সমস্ত প্রেমের অভিমান নিয়ে তোর তেত্রিশ সাইজের বুকে হাত রাখলাম
তারপর মারাত্নক ঝড়
তারপর বৃষ্টি।
ঘুম ভেঙ্গে চমকে উঠলাম আজকে
হাতের মুঠোফোনে দেখি অসংখ্য আদর জমে আছে তোর।
সারা শরীরে জমে তোর আদুরে স্পর্শ
জানি না প্রেম কেমন হয় ,আদও কি প্রেম এমন হয়।
ফোন করলাম তোকে
যদি একবার তোর গলা শোনা যায়।
Friday, October 9, 2015
Subscribe to:
Post Comments (Atom)
বাড়ি
হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ আমাদের আরও কাছে আনে , ...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
No comments:
Post a Comment