Sunday, October 25, 2015

মনে রাখিস

মনে রাখিস
..................... ঋষি
============================================
পারলে একবার কাঁদিয়ে যাস আমায়
খোলা জানলার হাওয়ারা যদি স্পর্শ করে কখনো।
একটু হাসিস
পারলে একটু দেখিয়ে যাস আমায়।
তোর আঁচলের গিঁটে রাখা সবুজ সংসার
কাঁটার মুকুট মাথায় স্বয়ং জেসাস।

পৃথিবী দেখিস
দেখিস ঘরের কোনে তোর স্পর্শে সাজানো স্নেহগুলো।
মাটির পুতুল দিয়ে খেলনাবাটি
হাঁটি ,হাঁটি পা পা ,,,,সময় জুড়ে।
আরো দূরে
ভিজে জ্যোত্স্নায় মোড়া একটুকরো ছবি।
হাতের মুঠোফোনে ঝংকার ,সাজানো সুন্দর সংসার
সবুজ ভাষা।
নিস্তব সড়কে এগিয়ে যাওয়া শূন্যতায়
একলা মনে রাখিস।
এই তো আমি
এসে গেছি।

পারলে একবার কাঁদিয়ে যাস আমায়
যেদিন স্বপ্নঘোরে তোর চারদেওয়ালে চিত্কার।
আমার ছেঁড়া তারে
ভাঙ্গা গিটারের ছুঁয়ে পুরনো সুরের বাঁচার ধ্বনি।
মনে রাখিস
জেসাস তবু জীবিত আজ পৃথিবীর পথে। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...