Friday, October 2, 2015

বলার নেই

বলার নেই
................. ঋষি
==================================================
মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে গুলি করে দি
বুকের মাপের কোনো সভ্যতা যাতে না থাকে।
অদ্ভূত এক সময়ের মুখোমুখি
ঈশ্বর নিচ্ছেন ইন্টারভিউ বেঁচে থাকার।
প্রশ্ন অঢেল
কিরে তুই মানুষ তো ?
কি রে বেঁচে তো ?

উত্তর দেবার আগেই
সেমিকোলনে দ্বিতীয় প্রশ্ন  কি রে প্রেম আছে  তো ?
চুপ
উত্তর নেই।

প্রচুর বই পড়লাম পাতা ওল্টালাম তোর নীলচে শাড়ির আঁচলের
ছিঁড়ে ফেল্লাম তোর ব্লাউজের হুক ।
কেমন একটা মেয়ে মেয়ে গন্ধ তোর গায়ে
কেমন যেন একটা ঘামের গন্ধ।
ড্রিল করলাম বুকের মাঝখান দিয়ে খুঁড়ে ফেল্লাম মাটি
এতো অভিমান তোর
মিথ্যে ভালোবাসাবাসি।

ঈশ্বরের মুখোমুখি
কি হবে ঈশ্বর আমার যে কোনো প্রশ্ন কমন নেই।
চুপ
বলার নেই।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...